আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫–এর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের শাসন ব্যবস্থায় বড় রূপান্তর চলছে এবং সেই পথচলার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো নির্বাচন। তিনি বলেন, “এটি একটি বড় প্রয়াস—অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর; মানুষ তাদের আশা–আকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। নির্বাচনকে জাতির মিলনমেলা হিসেবে আয়োজন করতে সরকার প্রস্তুত আছে বলেও জানান তিনি।


