বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্রক্ষমতায় থাকা সরকারগুলো দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি ও ভিন্নমতের ওপর নির্যাতনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই আগামী নির্বাচনে জাতি তাদের ‘লাল কার্ড’ দেখাবে। শুক্রবার (২১ নভেম্বর) খুলনার ডুমুরিয়ায় ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও কিছু এলাকায় দখল, বাজার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি চলমান থাকলেও এসবের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। জনগণ এখন পরিবর্তন চায় এবং ন্যায়পরায়ণ রাষ্ট্রব্যবস্থা গঠনে জামায়াতই সক্ষম বলে দাবি করেন তিনি। পরওয়ার প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, দিনের ভোট রাতে হলে দেশের ভয়াবহ মূল্য দেয়। ভোট ডাকাতির পুনরাবৃত্তি হলে কেউ দায় এড়াতে পারবে না।
গোলাম পরওয়ার আরও জানান, ক্ষমতায় গেলে জামায়াতের নেতা–মন্ত্রীদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট বা বিশেষ সুবিধা নেওয়া হবে না এবং উন্নয়ন বাজেট প্রকাশ করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।


