ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প ছিল। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল, যা আগারগাঁও সিসমিক সেন্টার থেকে ২৮ কিলোমিটার দূরে।
এর আগে গত ২১ ও ২২ নভেম্বর ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প হয়। শুক্রবার সকালে মাধবদী-উৎপত্তি ৫.৭ মাত্রার কম্পনে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয় এবং কয়েক শ’ মানুষ আহত হন।


