নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে “ঐতিহাসিক” আখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ সর্বসম্মত রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বহাল রাখেন, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে। আদালত পূর্ববর্তী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে দেওয়া সংশোধনী বাতিলের রায় সম্পূর্ণভাবে বাতিল করেন।
রায় ঘোষণার পর বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন বলেন, “আজকের দিনটি দেশের মানুষের জন্য ঈদের দিন”, কারণ জনগণ এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হওয়ার পর দেশবাসী প্রকৃত ভোটাধিকার হারিয়েছিল। খায়রুল হকের পূর্বের রায়টিকে তিনি “ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন” বলে উল্লেখ করেন।
পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, রায়টি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী ধারার অবসান ঘটাল। জামায়াতের পক্ষে আইনজীবী শিশির মনির জানান, রায় কার্যকর হবে পরবর্তী সময়ে; ত্রয়োদশ নয়, চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রযোজ্য হবে।
১৯৯৬ সালে গৃহীত ত্রয়োদশ সংশোধনীর বৈধতা নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর এ রায় রাজনৈতিক পরিমণ্ডলে বড় পরিবর্তন আনতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।


