- পল্লী সেতু নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ধাপে অর্থায়নে সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত।
- বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ উপদেষ্টা কমিটির প্রথম সভায় চূড়ান্ত অনুমোদন।
- সাত বছর মেয়াদি ‘সোশ্যাল ইমপ্যাক্ট সুকুক’ ইস্তিসনা ও ইজারা ভিত্তিতে ইস্যু হবে।
গুরুত্বপূর্ণ পল্লী সেতু নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ধাপে অর্থায়নের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ৩,০০০ কোটি টাকার ইসলামিক বন্ড (সুকুক) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ব্যাংকের শরীয়াহ উপদেষ্টা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সাত বছর মেয়াদি এই সুকুক ইস্তিসনা ও ইজারা ভিত্তিক ইসলামী ব্যাংকিং নীতিমালার আওতায় ইস্যু করা হবে। সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে এর নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল ইমপ্যাক্ট সুকুক’।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের নেতৃত্বে এই অর্থ দেশের আট বিভাগের ৫৮টি উপজেলার ৮২টি সেতু নির্মাণে ব্যবহৃত হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) তত্ত্বাবধানে প্রকল্পটির আওতায় ১৭,৬৯৭ মিটার সেতু, ৩৮,৮০০ মিটার সংযোগ সড়ক এবং ৪,২৩০ মিটার নদীশাসন কাজ সম্পন্ন করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, এই সুকুক বন্ড ইস্যুর ফলে প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হবে, যা গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নত করবে, কৃষি উৎপাদন বাড়াবে, পণ্য পরিবহন সহজ করবে এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।