চলতি শরত ও আসন্ন শীতে যুক্তরাজ্যের বিদ্যুৎ ও গ্যাসের বাজার প্রধানত বায়ু প্রবাহের ওপর নির্ভর করছে। ২০২৫ সালের প্রথম আট মাসে বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন গত বছরের তুলনায় প্রায় ৮% কমেছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট উৎপাদন ছিল ৪৮ টেরাওয়াট আওয়ার যা ২০২৪ সালের তুলনায় ৪.৩ টেরাওয়াট আওয়ার কম।
বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন কম থাকায় গ্যাস-চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। বছরের প্রথম আট মাসে গ্যাস ব্যবহার ১৭.৫% বেড়েছে। দেশের শেষ কয়লা-চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় ডিজেল-চালিত কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা পূর্বাভাস দিচ্ছে যে শীতকালে গ্যাসের চাহিদা আরও বাড়বে।
টার্বাইন আর বায়ু প্রবাহের ওপর নির্ভর করছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন। উপকূলের বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলি তুলনামূলকভাবে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করে। কিন্তু উপকূল হতে দূরের কেন্দ্রে বায়ু প্রবাহ বেশি থাকায় শীতকালে উৎপাদন বেড়ে যেতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাতাসচালিত উৎপাদন প্রায়ই জুলাই-সেপ্টেম্বরের তুলনায় ৬৫% বেশি হয়। তবে ২০২৫ সালে উৎপাদন এখনও কম থাকায় বিদ্যুৎ সংস্থাগুলো চাপে রয়েছে।
বর্তমানে গ্যাসের সরবরাহও সীমিত। দেশজুড়ে তেমন বড় মজুদ নেই। গ্যাসের প্রধান সরবরাহ আসে উত্তর সমুদ্রের গ্যাসক্ষেত্র থেকে, পাইপলাইনের মাধ্যমে। তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)র আমদানিও সাহায্য করে। তবে এলএনজির দাম ও সরবরাহ বিশ্ববাজারের চলমান অবস্থার ওপর নির্ভর করে। ২০২৫ সালে গ্যাসের মজুদ ২০২৪ সালের তুলনায় ৪১% কম।
শীতকালে তাপমাত্রা কমলে এবং বায়ু প্রবাহ কম থাকলে গ্যাস-চালিত কেন্দ্র আরও বেশি চালাতে হবে। হঠাৎ চাহিদা বেড়ে গেলে সরবরাহে চাপ পড়বে। বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনের কর্মক্ষমতা অঞ্চলের ওপরও নির্ভর করে। উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও লন্ডনে বাতাসের গতিবেগ শীতকালে গুরুত্বপূর্ণ।
এছাড়া যুক্তরাজ্যের গ্যাস ব্যবহার ইউরোপের বাজারকেও প্রভাবিত করে। বিদ্যুৎ সংস্থা ও গ্যাস ব্যবসায়ীদের শীতকালে সতর্ক থাকতে হবে। মজুদ পুনর্নির্মাণ, বিদ্যুৎ ব্যাকআপ, এবং বায়ু প্রবাহের পূর্বাভাস সবই গুরুত্বপূর্ণ। হঠাৎ চাহিদা বৃদ্ধি পেলে বা বায়ু চালিত বিদ্যুতের উৎপাদন কম হলে গ্যাসের ব্যবহার বাড়তে পারে। ফলে গ্যাসের দাম বৃদ্ধি পাবে।
যুক্তরাজ্যের বিদ্যুৎ ও গ্যাস বাজার এখন পুরোপুরি বায়ু প্রবাহের ওপর নির্ভরশীল। শীতকালে গ্যাসের চাহিদা, বিদ্যুৎ উৎপাদন ও দাম সবই বাতাসের ওপর নির্ভর করছে।


