ঢাকায় শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক, সমবেদনা এবং সংহতি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার (২২ নভেম্বর) পাঠানো এক শোকবার্তায় ইইউর ঢাকা অফিস জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাঁদের পরিবার এবং সব ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের প্রতি ইইউ গভীর সমবেদনা জানাচ্ছে। সংস্থাটি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
এর আগে পাকিস্তান, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং বিমসটেক সচিবালয় পৃথক বার্তায় একই ধরনের শোক ও সমবেদনা জানিয়েছে। বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তারা পুরো পরিস্থিতি নজরদারিতে রেখেছে এবং সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও ভূমিকম্পে আহত ও নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানায়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা ৫৭ মিনিটে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন।


