মিয়ানমারের রাখাইন উপকূলীয় সাগরে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি তিনটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে আরাকান আর্মি। আটক জেলেদের মধ্যে কয়েকজন রোহিঙ্গাও রয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাখাইনভিত্তিক একটি ওয়েবসাইটে সশস্ত্র গোষ্ঠীটি বিষয়টি নিশ্চিত করে।
টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সেন্ট মার্টিনের দক্ষিণে মাছ ধরার সময় কলেজপাড়া এলাকার জাকিরের মালিকানাধীন একটি ট্রলার থেকে ছয় রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। আরও দুইটি ট্রলার থেকে দশজন জেলে আটক থাকলেও তাদের মালিক বা পরিবার এখনো যোগাযোগ করেননি।
রাখাইনভিত্তিক গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, বাংলাদেশি নৌকার ‘অবৈধ অনুপ্রবেশ’ ঠেকাতে আরাকান কোস্টাল সিকিউরিটি পেট্রোল নিয়মিত টহল দিচ্ছে। মঙ্গলবার মংডু ও রাথেডং উপকূলের কাছ থেকে তিনটি ট্রলার, জাল ও ধরা মাছসহ ১৬ জেলেকে আটক করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরাকান কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ১৮৮ বাংলাদেশি জেলে মুক্ত করা হলেও ‘প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায়’ এবার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


