সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যসহ সকল বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সূচনালগ্নে সশস্ত্র বাহিনীর সদস্যরাই প্রথম প্রতিরোধ গড়ে তোলেন এবং দীর্ঘ নয় মাসের লড়াইয়ে নেতৃত্ব দেন। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত পাল্টা আক্রমণ মুক্তিযুদ্ধকে নতুন গতি দেয়, যেখানে মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী ও সাধারণ মানুষও অংশ নেন। এরই ধারাবাহিকতায় বিজয়ের স্মারক হিসেবে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, গণ-অভ্যুত্থান থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, শিল্প এলাকায় নিরাপত্তা প্রদান, আইনশৃঙ্খলা রক্ষা ও অস্ত্র উদ্ধার—সব ক্ষেত্রেই সশস্ত্র বাহিনী বেসামরিক প্রশাসনকে নিরন্তর সহযোগিতা করছে। গত ১৫ মাসে তাদের দায়িত্বশীল ভূমিকা দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করে যাবে। শেষদিকে তিনি সশস্ত্র বাহিনী দিবস ২০২৫-এর সকল কর্মসূচির সফলতা কামনা করেন।


