বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সেনাকুঞ্জের ঐতিহ্যবাহী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন ।
আগামী শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি অনুষ্ঠানের উদ্দেশে রওনা হবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান বৃহস্পতিবার রাতে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানিয়েছেন। তিনি তাঁর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সীমিত সময়ের জন্য এ অনুষ্ঠানে যোগ দেবেন।”
গত বছর একই অনুষ্ঠানের মাধ্যমেই দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেন খালেদা জিয়া। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরে ছিলেন তাঁর শেষ বড় জনসমাগমে উপস্থিতি।
প্রসঙ্গত ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদ্রোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক দুর্বলতায় ভুগছেন। চিকিৎসকরা তাঁর চলাফেরা ও জনসমক্ষে অংশগ্রহণ সীমিত রাখার বিষয়ে সতর্ক পরামর্শ দিয়ে আসছেন।


