বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশকে ‘খুবই উদ্বেগজনক ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের দায়ে পলাতক অবস্থায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। এ রায়ের পর প্রতিক্রিয়ায় থারুর বলেন, তিনি দেশে বা বিদেশে মৃত্যুদণ্ডের বিরোধী এবং অনুপস্থিতিতে বিচারকে ইতিবাচক বলা কঠিন। তার ভাষায়, “অভিযুক্ত নিজের পক্ষে সাফাই দিতে না পারলে এমন রায় স্বস্তিদায়ক নয়—এটি অত্যন্ত উদ্বেগজনক।”
বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ভারতের জন্য নতুন কূটনৈতিক জটিলতা তৈরি করেছে। বাংলাদেশ তাকে ফেরত চাইলে ভারতকে প্রত্যর্পণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর দু’দফায় বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও ভারত তাকে ফেরত দেয়নি। কংগ্রেসসহ ভারতের কয়েকটি রাজনৈতিক দলও তাকে ফেরত না পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতি ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে।


