সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

অমর একুশে বইমেলা ২০২৬ এবার ভিন্ন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে। প্রতিবছরের মতো ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু না হয়ে এবার মেলা শুরু হবে ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে। চলবে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান সভাপতিত্ব করেন।

বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে অমর একুশে বইমেলার তারিখ পরিবর্তন করা হয়েছে। বৈঠকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকবৃন্দসহ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঘোষিত অমর একুশে বইমেলা ২০২৬ এর সময় নিয়ে সমালোচনা চলছে। প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় মাসব্যাপী অমর একুশে বইমেলা। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই মেলায় প্রকাশিত হয় বিপুলসংখ্যক নতুন বই। তবে করোনাভাইরাস মহামারির সময় একাধিকবার মার্চ ও এপ্রিলে মেলা অনুষ্ঠিত হয়েছিল। কোনো ব্যতিক্রম না ঘটলে নির্বাচনী সময়সূচি ও রমজানের কারণে আগেভাগেই ডিসেম্বর মাসে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬।

Share.
Exit mobile version