বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময়ই ঘোষণা করা হবে তফসিল। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে এবং তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার তাঁর কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন। রেকর্ডিং শেষে সব কমিশনার সিইসির কক্ষে বৈঠক করেন। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সাংবাদিকদের বিস্তারিত জানান।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ভোটারদের জন্য পৃথক রঙের দুটি ব্যালট দেওয়া হবে। একই দিনে দুটি নির্বাচন হওয়ায় ইসিকে এবার অতিরিক্ত প্রস্তুতি নিতে হচ্ছে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ বা আন্দোলন থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

Share.
Exit mobile version