বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় টানা মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৩৭০ ছাড়িয়েছে। সবচেয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে; সেখানে শুধু পশ্চিম সুমাত্রা ও উত্তর সুমাত্রায় মারা গেছেন ১৭৭ জনের বেশি, নিখোঁজ রয়েছেন শতাধিক।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, আচেহ প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। বাড়িঘর ও রাস্তাঘাট কাদায় ঢাকা পড়ে গেছে; হাজার মানুষ উদ্বাস্তুর মতো মসজিদ ও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

থাইল্যান্ডের সঙখলা প্রদেশে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ১৬২ জনের মৃত্যু হয়েছে। পানি সরে গেলেও ক্ষতিগ্রস্ত এলাকায় দোকান–বাড়িতে এখনো কাদা ও ধ্বংসাবশেষের স্তূপ। সরকারের বন্যা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা বাড়ায় দুই স্থানীয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মালয়েশিয়াসহ তিন দেশেই উদ্ধার, ত্রাণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ অঞ্চলে বৃষ্টি কমায় পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে।

Share.
Exit mobile version