বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর ধর্মেন্দ্রর স্মরণসভায় হাজির হয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ২৪ নভেম্বর প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ে আয়োজন করা স্মরণসভায় উপস্থিত ছিলেন করণ। তবে অনুষ্ঠানে গাড়িতে চড়ে আসার সময় মোবাইলে কথা বলছিলেন এবং হাসিমুখে ছিলেন, যা নেটিজেনদের সমালোচনার জন্ম দিয়েছে।
অনেকেই মন্তব্য করেছেন, শোকসভায় এমন আচরণ অনুপযুক্ত এবং তাঁকে ‘জোকার’ বলে সমালোচনা করেছেন। এর আগে করণ জোহর ধর্মেন্দ্রকে ২০২৩ সালের ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’-তে অভিনয় করিয়েছিলেন।
তবে করণ জোহর ধর্মেন্দ্রের প্রয়াণকে একটি যুগের সমাপ্তি হিসেবে বর্ণনা করেছেন এবং লিখেছেন, “এই মৃত্যু ইন্ডাস্ট্রিতে একটি শূন্যস্থান তৈরি করেছে, যা কেউ পূরণ করতে পারবে না।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সালমান খান, রেখা ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো নামি তারকা।
