বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিককে দু’বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। সোমবার (১ ডিসেম্বর) ঘোষিত রায়ে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড।

একই মামলায় টিউলিপের মা শেখ রেহানাকে ৭ বছর এবং খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য অভিযুক্তদেরকেও ৫ বছর করে দণ্ড দেওয়া হয়। আসামিদের কেউই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রায়টি ব্রিটিশ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পেয়েছে। বিবিসি, ফিনান্সিয়াল টাইমস, স্কাই নিউজ, দ্য ডেইলি মেইল ও দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালত এই রায় দেয়।

Share.
Exit mobile version