বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

শ্রীলঙ্কায় কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য জানায়। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বের পার্বত্য চা–উৎপাদন অঞ্চল মধ্য প্রদেশে। সেখানে একাধিক স্থানে ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয় এবং নতুন করে আরও ১৪ জন নিখোঁজ হন।

প্রবল বর্ষণে ঘরবাড়ি, রাস্তা ও কৃষিজমি প্লাবিত হয়েছে; উপচে পড়েছে নদী ও জলাধার। প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে এবং কিছু এলাকায় রেললাইনও পানিতে ডুবে গেছে, ফলে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আমপাড়া অঞ্চলে নৌবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দুর্যোগে প্রায় ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share.
Exit mobile version