বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি, স্থাপনা ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।

এই বিশেষ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দেবেন। শুক্রবার সকালে তাঁরা ১৯৭১ সালের শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টা এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে প্রধান উপদেষ্টা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন এবং ১০১ জনের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীগণ, তিন বাহিনী প্রধান, মুখ্য সচিব, পিএসও, প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ সামরিক-অসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দিবস উপলক্ষে ২১ নভেম্বর বিকেল ৪টায় ঢাকার সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান হবে। আমন্ত্রিতদের মধ্যে থাকবেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিচারপতি, সচিববৃন্দ, তিন বাহিনীর সাবেক প্রধান, প্রাক্তন সামরিক কর্মকর্তা, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবার, বিডিআর ট্র্যাজেডির শহীদ পরিবারের সদস্য, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তি, আন্দোলনের সমন্বয়ক, আহত ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তা।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। ঢাকার পাশাপাশি বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌ জাহাজ ও স্থাপনা, বিমান বাহিনী ঘাঁটিতেও কর্মসূচি পালিত হবে। ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া আজ (২০ নভেম্বর) রাতে বাংলাদেশ টেলিভিশন ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান প্রচার করবে এবং বাংলাদেশ বেতার ২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও এসব অনুষ্ঠান প্রচারিত হবে। দিবস উপলক্ষে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং সশস্ত্র বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র : আইএসপিআর বিজ্ঞপ্তি

Share.
Exit mobile version