সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এর কোনো বিকল্প নেই। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পরে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।  তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সংস্কার বা বিচারপ্রক্রিয়ার ওপর নির্ভরশীল নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যাওয়া ঠিক হবে না যা দুদিন পর টিকবে না। নির্বাচন অনিশ্চয়তায় পড়লে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।’ তিনি আরও জানান, ৩১ জুলাইয়ের মধ্যেই সবকিছু সমাপ্ত হওয়ার কথা ছিল। ঐকমত্য কমিশনের কাজও শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কিছু রাজনৈতিক দল আইনি ভিত্তি না থাকার কারণে স্বাক্ষর করতে অনিচ্ছুক ছিল। এর পরে আলোচনা শুরু হয় এবং বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়।

তিনি উল্লেখ করেন, ‘আমরা মনে করি, সংবিধানের উপরে সনদকে স্থান দেওয়া যাবে না। সংবিধানের সংশোধনী আনার বাইরে গিয়ে কোনো সনদ বাস্তবায়ন চায় না বিএনপি। আমরা চাই, সনদে স্বাক্ষর হয়ে ওয়েবসাইটে প্রকাশিত হোক, প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারে উল্লেখ থাকুক, এবং যারা ম্যান্ডেট পাবে, তারা সংসদে গিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে অনুগত থাকুক।’

আইনি ভিত্তি থাকা প্রয়োজন হওয়ায়, প্রয়োজনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নেওয়ার সুপারিশ করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা শুধু চাই, অনিশ্চয়তা কেটে যাক। সংস্কার, বিচার ও নির্বাচন কখনোই একে অপরের সঙ্গে শর্তসাপেক্ষ করা যাবে না। নির্বাচনের সঙ্গে এসবকে যুক্ত করলে জাতির জন্য ক্ষতিকর হবে।’

বিএনপির নেতা আরও বলেন, দেশের নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত না হলে তা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে এবং জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। তিনি প্রতিশ্রুতি দেন, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ এবং রাজনৈতিক দলগুলোর দৃঢ়সংকল্প হলো—একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। ফেব্রুয়ারির এই নির্বাচন আন্তর্জাতিকভাবে দৃষ্টান্ত স্থাপন করবে।

রোববার অনুষ্ঠিত বৈঠকে বিএনপি ইতোমধ্যে দুই জন প্রতিনিধির নাম জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রেরণ করেছে। সালাহউদ্দিন আহমদ জানান, সনদে স্বাক্ষরের জন্য তারা প্রস্তুত, তবে কিছু কারেকশন ও পর্যবেক্ষণ আছে, যা জানানো হবে। এছাড়া ছোট ছোট বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সনদ বাস্তবায়নের পথ সুসংহত করার আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ সনদকে একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘এটি এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে ভবিষ্যতে কোনো আদালতে প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচন কোনোভাবেই শর্তাধীন নয়। সংস্কার চলবে, বিচারপ্রক্রিয়া চলবে, তবে নির্বাচন নির্ধারিত সময়েই হবে।’

Share.
Exit mobile version