মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। এ সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের কাছে ৩০০ বিচারক চান তিনি। সিইসিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। রেওয়াজ অনুযায়ী, নির্বাচনি তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি সচিবকে নিয়ে একাই সাক্ষাতে যান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসির উদ্দিন (সিইসি) নেতৃত্বাধীন কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হবে। সেখান থেকে ফিরে বিকালে তফসিল–সংক্রান্ত প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড শেষে এদিন সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন তিনি। তবে কোনো কারণে বুধবার তফসিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

Share.
Exit mobile version