ইন্দোনেশিয়ার বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৭১২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BNPB)।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সংস্থাটি বন্যা এবং ভূমিধসে ক্ষয়ক্ষতির এই তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটি জানিয়েছে, তিনটি প্রদেশে বন্যায় ৫০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে এবং প্রায় ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চল উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ। যোগাযোগ ব্যবস্থা্ সম্পূর্ণ ভেঙে পড়ায় তাপানুলি এবং সিবোলগা এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
সরকারি এবং আন্তর্জাতিক সাহায্য বিতরণে আকাশপথ ও নদীপথকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে যোগাযোগ ব্যবস্থার অবনতি ঘটায় প্রত্যন্ত গ্রামগুলিতে ত্রাণ কার্যক্রম ব্যহত হচ্ছে।
বিভিন্ন এলাকায় খাদ্য ও পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। কিছু কিছু স্থানে দোকান ভাঙচুর ও খাদ্য লুটপাটের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সহায়তা পৌঁছানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
প্রসঙ্গত, এই সংকটপূর্ণ পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ইলন মাস্ক তার মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট ‘স্টারলিংক’ সেবা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
