বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল রোববার (৩০ নভেম্বর) থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের কাছে পাঠানো শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও পুনরুদ্ধার কামনা করেন।

আজ সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই বিপর্যয়ে যাঁরা প্রিয়জন হারিয়েছেন বা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের গভীর সহমর্মিতা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, থাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশটি দ্রুত এই সংকট কাটিয়ে উঠবে। পুনরুদ্ধার প্রক্রিয়ায় প্রয়োজন হলে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও জানান তিনি।

Share.
Exit mobile version