ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা — সরকারকে না জানিয়ে এ ধরনের মূল্যবৃদ্ধির কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার (৩ ডিসেম্বর ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন দাম বাড়ানোর বিষয়টি জানতে পেরেছেন এবং বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে।
উপদেষ্টা জানান, সরকার গতকাল যে দামে টিসিবির জন্য দেড় কোটি লিটার তেল ক্রয় অনুমোদন দিয়েছে, আজ বাজারে তার চেয়ে লিটারে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে—যার যৌক্তিকতা নেই। তিনি আরো বলেন, কোনো পূর্বঘোষণা ছাড়াই আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়িয়েছে, যা সরকারের অনুমতি ছাড়া করা আইনবিরুদ্ধ।
ব্যবসায়ীরা দাবি করেছেন যে এ বৃদ্ধিতে মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন নেই—উপদেষ্টা এ বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি জানান, সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকার সবসময় আলোচনা ও যৌক্তিক সমাধানকে অগ্রাধিকার দেয়।
আজ বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে অত্যাবশ্যকীয় পণ্য আইনের খসড়া নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, মূল্য নির্ধারণের সুস্পষ্ট সূত্র রয়েছে; মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ ছাড়াই দাম বাড়ানো আইন লঙ্ঘন। তিনি বাজার তদারকি জোরদারের আহ্বান জানান।
