রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি আজ রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। পরে ক্রেডেনসিয়াল হলে দুই নেতা দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও জলবিদ্যুৎ সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের মেডিকেল ও প্রকৌশল শিক্ষায় তাদের শিক্ষার্থীদের সুযোগ বাড়ানোয় কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশের উন্নয়নকে প্রশংসা করেন। এর আগে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান, গার্ড অব অনার গ্রহণ করেন এবং গাছ রোপণ করেন।
বঙ্গভবন সফর শেষে শেরিং তোবগে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সফরসঙ্গীদের মধ্যে ভুটানের পররাষ্ট্র মন্ত্রী, শিল্প-বাণিজ্য মন্ত্রী ও রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
