বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে আছেন সে বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিক তথ্য নেই, তবে তাঁর দেশে ফেরায় কোনো রাষ্ট্র বাধা দেবে—এটি অস্বাভাবিক।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক সেশনে তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া বাস্তবতায় ভারত সম্পর্ক পুনর্গঠনে সময় নিচ্ছে, তবে দ্রুত স্বাভাবিক যোগাযোগ প্রত্যাশিত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে থাকতে পারেন বলে জানা গেলেও দিল্লি থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। তাঁকে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনাও হয়নি।

শেখ হাসিনার বিষয়ে তিনি জানান, ভারত তাঁকে ফেরত না দিলেও দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। দণ্ডিত হওয়ায় তাঁকে দ্রুত দেশে ফেরত পাওয়ার আশা করছে বাংলাদেশ।

Share.
Exit mobile version