মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া পরিচয়ে ভোটার ১ হাজার ২৩৪ জন। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদের তথ্য তুলে ধরেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি জানান, গত ২ মার্চ মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখের বেশি। মার্চ থেকে অক্টোবর—এই সময়ে নারী ভোটার বৃদ্ধি পেয়েছে ৪.১৬%, পুরুষ ভোটার ২.২৯%। এই তালিকাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত হবে।

এদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)–কে নিবন্ধন দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়। তবে আপত্তি থাকায় বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে ইসি এখনো সরকারের নির্দেশনা পায়নি বলেও জানান সচিব।

Share.
Exit mobile version