মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নির্ধারণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’। রোববার শুরু হওয়া এই সম্মেলনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের প্রথম দিন রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করা হয়। সেশনটিতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে আগত রোহিঙ্গা প্রতিনিধি এবং রোহিঙ্গা প্রবাসীরাও আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।

রোহিঙ্গা সম্প্রদায়ের নেতৃবৃন্দ লাকি করিম, মোহাম্মদ রফিক (খিন মৌং) ও ওমর সালমা সেশনটি পরিচালনা করেন। এছাড়া বক্তব্য দেন সয়েদুল্লাহ, ফুরকান মির্জা, আবদুল্লাহ, হুজ্জাউত উল্লাহ, সহাত জিয়া হিরো, আবদুল আমিন, জাইতুন নারা, জিহিন নূর, আবদুল্লাহ এবং রো মুজিফ খান। রোহিঙ্গা প্রবাসীর সদস্যরাও মতামত ব্যক্ত করেন।

এই সংলাপে অংশ নেন মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত থমাস এইচ. অ্যান্ড্রুজ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক (ভারপ্রাপ্ত) রানা ফ্লাওয়ারস, মিয়ানমারের জন্য স্বাধীন তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কৌমজিয়ান এবং ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রাউফ মাজুও। পাশাপাশি ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা, সংবাদমাধ্যম, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ সম্মেলনে অংশগ্রহণ করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদসহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি।

আগামী সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনের মূল অধিবেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

Share.
Exit mobile version