• সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে আরসার পাঁচ সদস্য গ্রেপ্তার।
  • এক বাংলাদেশিসহ চারজন মিয়ানমারের নাগরিক।
  • অভিযানে ২১ লাখ টাকার বেশি জব্দ।
  • আদালত আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
  • র‍্যাবের দায়ের করা মামলায় তদন্ত চলছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং চারজন মিয়ানমারের নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসন এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মনিরুজ্জামান আছেন, যিনি আতিকুল ইসলামের ছেলে। মিয়ানমারের আরাকান রাজ্যের চারজন সদস্যের মধ্যে রয়েছেন আতাউল্লা আবু আম্মার ওরফে জুনুনী, মোশতাক আহমেদ, সলিমুল্লাহ, সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা ও হাসান। অভিযান চলাকালে তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক মঈনুদ্দিন কাদির প্রত্যেকের পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাউয়ুম খান।

র‍্যাব এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় এবং তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে পুলিশ আদালতে ২০ দিনের রিমান্ড আবেদন করেছিল, তবে বিচারক পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Share.
সম্পাদক ও প্রকাশক: INFORMER365TEAM | Email: info@informer365.com
© 2025 Informer 365 বাংলা | Powered by Friday Pixels.
Exit mobile version