• মার্চ ও এপ্রিলে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে।
  • আসন্ন ঈদ উপলক্ষে ১ কোটি নিম্নবিত্ত পরিবার বিনামূল্যে ১০ কেজি চাল পাবে।
  • রমজানে চাল বিতরণে সঠিকতা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
  • দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকলেও বিতরণে শৃঙ্খলা আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ।
  • মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টার সঙ্গে খাদ্য সচিব ও জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

উপদেষ্টা আরও জানান, আসন্ন ঈদ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে ১ কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে। রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ করা এই চাল যেন সঠিকভাবে উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে কঠোর তদারকি করা হবে। এজন্য জেলা প্রশাসকদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকলেও বিতরণব্যবস্থায় কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে বলে উল্লেখ করেন খাদ্য উপদেষ্টা। এ বিষয়ে কঠোরতা আনতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দেন তিনি। সরকারি খাদ্য সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে যথাযথ পরিমাণে পৌঁছায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের সব জেলা প্রশাসকসহ খাদ্য মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share.
সম্পাদক ও প্রকাশক: INFORMER365TEAM | Email: info@informer365.com
© 2025 Informer 365 বাংলা | Powered by Friday Pixels.
Exit mobile version