- দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত।
- দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫১ জন নিহত ও দুজন জীবিত উদ্ধার।
- থাইল্যান্ড থেকে আসা বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
- উদ্ধারকাজ অব্যাহত রয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
আজ রোববার সকালে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির স্থানীয় ফায়ার সার্ভিসের বরাতে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা ১৫১-তে পৌঁছেছে। থাইল্যান্ড থেকে আসা জেজু এয়ার কোম্পানির বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।
দুর্ঘটনার পর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ইয়নহাপ জানিয়েছে, উদ্ধার কার্যক্রম চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
বিমানটি থাইল্যান্ড থেকে আসার পর মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানবন্দরের এক কর্মকর্তা রয়টার্স-কে জানান, বিমানটির পেছনের অংশে উদ্ধারকাজ চলছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশে আগুন ও ধোঁয়া দেখা গেছে।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক যথাযথ উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। তাঁর দপ্তর জানায়, গত শুক্রবার চোই সাং মক দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রথম বড় চ্যালেঞ্জ। দেশজুড়ে এ দুর্ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার বিমান নিরাপত্তা ও উদ্ধার ব্যবস্থার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। উদ্ধার কার্যক্রমের অগ্রগতি এবং হতাহতের চূড়ান্ত সংখ্যা আরও জানার জন্য অপেক্ষা করতে হবে।