• একনেক ৪,২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। 
  • চট্টগ্রাম কর ভবন নির্মাণসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প ও কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদিত হয়েছে।
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়রণ ব্রিজ পুনঃনির্মাণ এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের কূপ খনন প্রকল্পও অনুমোদন পায়।
  • ধর্ম মন্ত্রণালয়ের লুম্বিনি এলাকায় বৌদ্ধ মঠ নির্মাণ এবং খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের অনুমোদন।
  • একনেকের এই প্রকল্পগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের জীবনমান উন্নয়নে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ বুধবার, ৮ জানুয়ারি, একনেক বৈঠকে অনুমোদিত চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্পটি অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে মোংলা বন্দরে পশুর চ্যানেলের সংরক্ষণ ড্রেজিং, মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ এবং গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম স্থাপন প্রকল্প।

কৃষি মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পও অনুমোদিত হয়েছে। একটি হলো ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প। অন্যটি হলো সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প।

এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে দক্ষিণাঞ্চলের আয়রণ ব্রিজ পুনঃনির্মাণ ও পুনর্বাসন প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ অনুসন্ধান কূপ খনন প্রকল্প অনুমোদিত হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নেপালের লুম্বিনি এলাকায় বাংলাদেশ বৌদ্ধ মঠ নির্মাণ প্রকল্প এবং খাদ্য মন্ত্রণালয়ের আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ইতোমধ্যে অনুমোদিত ৯টি প্রকল্পের অগ্রগতির বিষয়ে একনেক সদস্যদের অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণ, সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ এবং সোনালি ঐতিহ্য মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্প।

উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত চরাঞ্চলের উন্নয়নের জন্য প্রাণিসম্পদ প্রকল্প এবং পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের মতো উদ্যোগগুলো নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বৈঠক শেষে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান।

একনেকের এই প্রকল্প অনুমোদনের ফলে দেশের কৃষি, নৌপরিবহন, বিদ্যুৎ, এবং অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে আশা করা হচ্ছে। এসব প্রকল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share.
সম্পাদক ও প্রকাশক: INFORMER365TEAM | Email: info@informer365.com
© 2025 Informer 365 বাংলা | Powered by Friday Pixels.
Exit mobile version